শুক্রবার, ২০২৪ সেপ্টেম্বর ২০, ৫ আশ্বিন ১৪৩১
#
জাতীয় জাতীয়

এইচএসসি ফরম পূরণ শুরু ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শুক্রবার, ২০২১ Jun ২৫, ০৫:৪১ অপরাহ্ন
#
করোনার কারণে আটকে থাকা চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফরম পূরণ শুরু হবে ২৯ জুন।পরীক্ষার ফরম পূরণ ১১ জুলাই পর্যন্ত চলবে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তারা। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বোর্ড ও কেন্দ্র ফি-সহ বিজ্ঞান বিভাগের জন্য মোট ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫০০ টাকা। মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য এই ফি ১ হাজার ৯৪০ টাকা। নির্ধারিত ফি-এর অতিরিক্ত কোনো অর্থ আদায় করা যাবে না। এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কলেজের ফরম পূরণ প্যানেল বন্ধ করাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এর আগে করোনার কারণে গেলো বছর এইচএসসি পরীক্ষা নেয়া সম্ভব হয়নি। জেএসসি এবং এসএসসি পরীক্ষার ফলের গড়ের ওপর এইচএসসির ফল দেয়া হয়। এ বছর ৮৪ দিনের পাঠ পরিকল্পনার ভিত্তিতে পরীক্ষা নেয়ার পরিকল্পনা রয়েছে। তবে এবার কোনো নির্বাচনী পরীক্ষা হবে না। শিক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণের কাজটি করতে হবে। কয়েক দিন আগে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছিলেন, আটকে থাকা এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video