শনিবার, ২০২৪ সেপ্টেম্বর ২১, ৬ আশ্বিন ১৪৩১
#
জাতীয় জাতীয়

একুশে পদক প্রাপ্তিতে প্রফেসর ড. জিনবোধি ভিক্ষুকে সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

চট্টগ্রাম ব্যুরো :
প্রকাশিত : শুক্রবার, ২০২৪ ফেব্রুয়ারী ২৩, ০৪:৫২ অপরাহ্ন
#

নগরের এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক শহীদুল ইসলাম (সালাম) এবং সহকারী শিক্ষকশিক্ষিকাবৃন্দের উদ্যোগে বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী ও এলাকাবাসীর পক্ষ থেকে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষাবিদ, গবেষক, আন্তর্জাতিক খ্যাতিমান ব্যক্তিত্ব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু একুশে পদক অর্জনে গতকাল ২১ ফেব্রুয়ারি সকালে বিদ্যালয়ের অডিটোরিয়ামে এক জনাকীর্ণ  সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করে বাংলাদেশকে বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল তৈরির সৈনিক ও স্মার্ট নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান জেবিএস আনন্দ বোধি ভিক্ষু,

সহকারী শিক্ষক মো: বেলাল হোসেন, মো: হেলাল উদ্দীন, আবু তাহের, মো: ফারুক, মো: শাহরিয়ার, শিক্ষিকা ঝুনু দাশ, মেরিয়েন গোমেজ ও জয়া বড়ুয়া।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video