শনিবার, ২০২৪ সেপ্টেম্বর ২১, ৬ আশ্বিন ১৪৩১
#
জাতীয় জাতীয়

পরীক্ষার্থীরা বলছেন পরীক্ষা ভালো হয়েছে এবং পরিবেশ ভালো ছিল

এস এস সি পরীক্ষা শুরু, আজ ছিল বাংলা ১ম পত্রের পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ ফেব্রুয়ারী ১৫, ০৪:৪৭ অপরাহ্ন
#
আজ এসএসসি পরীক্ষার প্রথম দিনে ফতেয়াবাদ আদর্শ বহুমূখী উচ্চ বিদ্যালয় সেন্টার থেকে বাংলা ১ম পত্রের পরীক্ষা দিয়ে বের হচ্ছেন


চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা
থেকে এ পরীক্ষা শুরু হয়েছে, যা চলে দুপুর ১টা পর্যন্ত। প্রথমদিনে বাংলা প্রথমপত্রের পরীক্ষা
অনুষ্ঠিত হয়েছে।
প্রশ্নফাঁস ঠেকাতে নানা উদ্যোগ প্রশ্নফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা আয়োজনে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি)
থেকে দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ১২ মার্চ
পর্যন্ত একমাস সব কোচিং সেন্টার বন্ধ রাখতে বলা হয়েছে।
প্রশ্নফাঁস ঠেকাতে কোচিং বন্ধ ছাড়াও নানা উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। পরীক্ষার কেন্দ্রে জেলা
পর্যায়ের ট্রেজারি ও উপজেলা বা থানা পর্যায়ে থানা হেফাজতে সংরক্ষণ করা হবে। থানা বা ট্রেজারি
থেকে পুলিশ প্রহরায় প্রশ্ন কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাওয়া হবে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রশ্নফাঁস বা এ সংক্রান্ত গুজব ঠেকাতে ফেসবুকসহ সব সামাজিক
যোগাযোগমাধ্যমে চলবে নজরদারি। এ কাজে তৎপর চক্রগুলোর কার্যক্রমের বিষয়ে আইনশৃঙ্খলা
রক্ষাকারী বাহিনী এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো নজরদারি চালাবে। প্রশ্নফাঁস বা
পরীক্ষার্থীদের কাছে উত্তর সরবরাহে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশের ১১টি বোর্ডে চলতি বছর মোট পরীক্ষার্থী
২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। এরমধ্যে ছাত্র ৯ লাখ ৯২ হাজার ৮৭৮ জন এবং ছাত্রী ১০ লাখ ৩১
হাজার ৩১৪ জন। মোট কেন্দ্র ৩ হাজার ৭০০টি। শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২৯ হাজার ৭৩৫টি।
চট্টগ্রামে ১ লাখ ৪৫ হাজার
৫৯০ জন ।
এদিকে আজ চট্টগ্রামের বিভিন্ন কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিয়েছেন পরীক্ষার্থীরা । পুলিশ লাইন, ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীরা খুব সুন্দরভাবে পরীক্ষা দিয়েছেন বলে জানিয়েছেন । তাদের অভিবাভকরাও খুবই সন্তুষ্ঠ পরীক্ষার এমন সুন্দর পরিবেশ দেখে ।
এদিকে শিক্ষকরা ও পরীক্ষার পরিবেশ দেখে খুবই সন্তস্টি প্রকাশ করেছেন ।
পরীক্ষার্থীরা পরীক্ষা শেষ করে হল থেকে বের হওয়ার পর তাদের অনুভুতির কথা ব্যাক্ত করতে গিয়ে বলেন পরীক্ষার পরিবেশ ছিল খুব ভালো এবং পরীক্ষা খুব ভালো হয়েছে বলে জানান  ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video