শুক্রবার, ২০২৫ মে ০২, ১৮ বৈশাখ ১৪৩২
#
জাতীয় জাতীয়

চালের দাম বৃদ্ধির কারণ জানালেন বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২২ Jun ০২, ১২:১৬ অপরাহ্ন
#
ফাইল ছবি।

চালের বাজার নিয়ন্ত্রণে খাদ্য মন্ত্রণালয় আইনি পদক্ষেপ নিচ্ছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘ক্রেতারা চিকন চাল কিনছেন বলেই বাজারে চালের দাম বাড়ছে।’


চালের মূল্য নিয়ন্ত্রণে খাদ্য মন্ত্রণালয়ের নেওয়া আইনি পদক্ষেপে বাণিজ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২ জুন) সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।


টিপু মুনশি আরও বলেন, আগামী ১৫ জুন থেকে দেশের এক কোটির পরিবারের কাছে সাশ্রয়ী মূল্যে খোলাবাজারে ৬টি পণ্য বিক্রি করা হবে।


তেলের দাম বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই জানিয়ে টিপু মুনশি বলেন, গত এক মাসের ভোজ্যতেলের মূল্য পরিস্থিতি পর্যালোচনা করে আগামী এক সপ্তাহের মধ্যে ভোজ্যতেলের দাম সমন্বয় করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video