শুক্রবার, ২০২৪ সেপ্টেম্বর ২০, ৫ আশ্বিন ১৪৩১
#
জাতীয় জাতীয়

মায়ানমারে আবারও বিদ্রোহী দল আরাকান আর্মির সঙ্গে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ ঘিরে ফের বাংলাদেশে আশ্রয় নিয়েছেন বিজিপির ২৯ সদস্য

বাংলাদেশে আবারও আশ্রয় নিলেন বিজিপির ২৯ সদস্য


প্রকাশিত : সোমবার, ২০২৪ মার্চ ১১, ০৪:২১ অপরাহ্ন
#

মায়ানমারে আবারও বিদ্রোহী দল আরাকান আর্মির সঙ্গে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ ঘিরে ফের বাংলাদেশে আশ্রয় নিয়েছেন বিজিপির ২৯ সদস্য।

সোমবার (১১ মার্চ) সকালে বান্দরবা‌নের নাইক্ষ্যংছ‌ড়ির জামছ‌ড়ি সীমান্ত দি‌য়ে বিজিপির সদস্যরা বাংলাদেশে আশ্রয় নেন।

বি‌জি‌বির জনসং‌যোগ কর্মকর্তা শ‌রীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, নতুন করে আরও ২৯ বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তাদের নিরস্ত্রীকরণ করে বিজিবির সদস্যরা নিরাপদ আশ্রয়ে নিয়েছে।

এর আগে গত ফেব্রুয়ারিতে আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষের জেরে বিজিপি সদস্যসহ ৩৩০ জন বাংলাদেশে আশ্রয় নেন। পরে ১৫ ফেব্রুয়ারি তাদের মায়ানমারে ফেরত পাঠানো হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video