শনিবার, ২০২৪ সেপ্টেম্বর ২১, ৫ আশ্বিন ১৪৩১
#
জাতীয় জাতীয়

বিদেশে খালেদার চিকিৎসা: মিলেছে মৌখিক অনুমতি

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ মে ০৬, ০৫:০২ অপরাহ্ন
#
কোভিড-১৯ আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডন নিয়ে চিকিৎসা করানোর ব্যাপারে সরকারের সবুজ সংকেত (ইতিবাচক সম্মতি) পাওয়া গেছে বলে দলটির হাইকমান্ড সূত্রে জানা গেছে। মৌখিক সম্মতি পাওয়ার পরই সরকারের কাছে লিখিত আবেদন করা হয়েছে তার পরিবারের পক্ষ থেকে। আশা করা হচ্ছে, আজ বৃহস্পতিবার রাতের মধ্যেই সরকারের লিখিত অনুমতি পাওয়া যাবে এবং সেটা হলে আগামীকাল শুক্রবারই লন্ডন নেওয়া হবে এই সাবেক প্রধানমন্ত্রীকে। এ ব্যাপারে লন্ডনে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও দলীয় সূত্র জানিয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগে গতকাল বুধবার দিবাগত রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে করা লিখিত আবেদন পৌঁছে দেন তার ছোট ভাই শামীম ইস্কান্দার। দলটির উচ্চ পর্যায়ের একটি সূত্র জানায়, মূলত খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা চূড়ান্ত করেই ওই লিখিত আবেদন করা হয়েছে। সূত্র আরো বলছে, গতকাল (বুধবার) স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত আবেদন পৌঁছে দেওয়া হয়েছে আনুষ্ঠানিকতার জন্য। এ ছাড়া সরকারের পক্ষ থেকে দুপুরে দিকে খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার আনুষ্ঠানিকতা শুরু করার পরামর্শ দেওয়া হয়েছে। আজ রাতের দিকে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে অনুমতি দেওয়া হবে। তবে এ ব্যাপারে খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম বলেন, এখনো সরকারের কাছ থেকে কোনো মেসেজ পাননি তারা।বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, নেত্রীকে বিদেশে নেওয়ার ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা করা হয়েছে। সেখান থেকে ‘সবুজ সংকেত’ পাওয়ার পরই স্বরাষ্ট্রমন্ত্রী কাছে লিখিত আবেদন করা হয়েছে। আজ রাতের মধ্যে সরকারের পক্ষে থেকে লিখিত অনুমতি পাওয়া যাবে বলেও উল্লেখ করেন তিনি। বিএনপির এই শীর্ষ নেতা আরো বলেন, অনুমতি সংক্রান্ত প্র্রক্রিয়া আজ শেষ হলে আগামীকাল শুক্রবার ম্যাডামকে লন্ডনে নিয়ে যাওয়া হতে পারে। ইতোমধ্যে লন্ডনে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ১১ এপ্রিল করোনায় আক্রান্ত হন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে দুই দফায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সর্বশেষ গত ২৭ এপ্রিল খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করার পর গত সোমাবার শ্বাসকষ্ট দেখা দেয়। পরে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয় তাকে, এখনো সেখানেই আছেন তিনি।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video