শনিবার, ২০২৫ মে ০৩, ১৯ বৈশাখ ১৪৩২
#
জাতীয় জাতীয়

‘বাংলাদেশের শ্রীলঙ্কা হওয়ার কোনো সুযোগ নেই’

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২২ এপ্রিল ০৭, ০১:০৪ অপরাহ্ন
#

‘বাংলাদেশের অর্থনীতি শ্রীলঙ্কার মতো বিপর্যয়ে পড়বে’- আতঙ্ক সৃষ্টি করতেই একটি পক্ষ বিভিন্ন মাধ্যমে মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। সেই সঙ্গে অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন, অর্থনীতির আকার, পরিসংখ্যান, প্রকল্প বাস্তবায়নের দক্ষতা আর অর্থনৈতিক ব্যবস্থাপনায় শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের ব্যবধান আকাশ পাতাল। তাই দেশের অর্থনীতিতে এমন বিপর্যয়ের আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছেন তারাও।

‘বাংলাদেশের শ্রীলঙ্কা হওয়ার কোনো সুযোগ নেই। শ্রীলঙ্কার সঙ্গে আমাদের তুলনা করা যাবে না।’ এমন বক্তব্যের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে শ্রীলঙ্কার সাম্প্রতিক অর্থনৈতিক বিপর্যয়ের প্রেক্ষাপটে। চাল, চিনি, চা কিংবা তেল কিনতে গেলেই অস্বাভাবিক অর্থ খরচ করতে হচ্ছে দেশটির নাগরিকদের।

যদিও এর কোনো প্রভাব বাংলাদেশের অর্থনীতির আঙ্গিনায় নেই, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে ভীতি। বলা হচ্ছে বিপদে পড়বে বাংলাদেশও। দেখা যাক বাস্তবের পরিসংখ্যান কী বলছে?

খাদ্য উৎপাদনে ঘাটতি নেই বাংলাদেশে, কখনোই উল্টো দিকে ঘোরেনি রফতানি আয় ও রেমিট্যান্সের চাকা। ৪৫ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রার রিজার্ভের বিপরীতে শ্রীলঙ্কার রিজার্ভ ২ বিলিয়নেরও কম। দেশটির মাথাপিছু ঋণ এক হাজার ৬৫০ ডলার হলেও বাংলাদেশের তা মাত্র ২৯২ ডলার। এ ছাড়া বাংলাদেশের ৪১৬ বিলিয়ন ডলারের জিডিপি বিপরীতে শ্রীলঙ্কা জিডিপি মাত্র ৮৩ বিলিয়ন ডলার।

বাংলাদেশের শ্রীলঙ্কার মতো পরিস্থিতিতে পড়ার বিষয়টি উড়িয়ে দিয়ে অর্থনীতিবিদ ড. মনসুর রিয়াজ বলেন, আমরা যদি অর্থনৈতিক উন্নয়ন বা অর্থনীতির আকার বা ক্ষমতা দেখি। আমরা যদি ভূ-রাজনৈতিক বা আন্তর্জাতিক সম্পর্ক সামলাতে পারার ক্ষমতা দেখি। আমরা যদি রাজনৈতিক স্থিতিশীলতা দেখি। তাহলে বাংলাদেশ গত ৮ থেকে ১০ বছরে শ্রীলঙ্কার চেয়ে অনেক দূর এগিয়ে রয়েছে।

একই ভাষ্য ব্যবসায়ীদেরও। তারা বলেছেন, বিশাল কর্মক্ষম জনগোষ্ঠী, বড় প্রকল্পের সফল বাস্তবায়ন আর প্রবাসী আয়ের প্রবৃদ্ধিই বাংলাদেশের বড় শক্তি।

এ বিষয়ে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির পরিচালক এস এম আসলাম সেরনিয়াবাত বলেন, বড় প্রকল্পগুলো সময়মতো সম্পূর্ণ হয়ে যাবে। করোনা মহামারির সময় আমরা পার করে ফেলেছি। সেই জায়গা থেকে আমরা দেখেছি প্রবাসী আয় অনেক বেড়ে গেছে। আমাদের দেশে যে পরিমাণ জনগণ, তারাই আমাদের আয়ের উৎস। এসব মানুষগুলোকে কাজে লাগাতে হবে। পাশাপাশি যারা এসব মানুষদের কাজে লাগাবেন, তাদের কাজের হতে হবে।

মূলত অর্থনৈতিক ব্যবস্থাপনার অদক্ষতার কারণেই শ্রীলঙ্কা সংকটে পড়েছে। এমন মত দিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলছেন, এটিকে পুঁজি করে একটি মহল দেশে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে।

এ আশঙ্কাটিকে অমূলক দাবি করে তিনি বলেন, যে তুলনাটি করা হচ্ছে, এটি মূলত করার জন্য করা হচ্ছে। অথবা একটি ভয় সৃষ্টির জন্য করা হচ্ছে। শ্রীলঙ্কার ক্ষেত্রে অব্যবস্থাপনা বলছি কারণ দেশটির মূল্যস্ফীতি কয়েকদিন আগেও ১৬ শতাংশ ছিল। এটি ক্রমান্বয়ে বাড়ছে। আমাদের মূল্যস্ফীতি ৬ শতাংশ। তার মানে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনা অনেক সংহত। শ্রীলঙ্কার জিডিপি ৩ দশমিক ৬ শতাংশ কমেছে। সেখানে আমাদের জিডিপি ৩ দশমিক ৫১ শতাংশ বেড়েছে।

এ ছাড়া শ্রীলঙ্কায় কৃষিতে ব্যর্থতার বিপরীতে আমাদের ধারাবাহিক সফলতা। করোনায় দেশটির রফতানিতে ধসের উল্টো দিকে আমাদের অর্জন বিশাল প্রবৃদ্ধি। কলম্বোর ২ বিলিয়ন ডলার রেমিট্যান্সের বিপরীতে প্রবাসী বাংলাদেশিরা পাঠাচ্ছেন ২৪ বিলিয়ন ডলার। অর্থনৈতিক প্রবৃদ্ধি বিশ্বকে জানান দিচ্ছে, উন্নয়নের সড়কে সঠিক পথেই এগুচ্ছে ১৭ কোটি মানুষের বাংলাদেশ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video