মঙ্গলবার, ২০২৫ এপ্রিল ২২, ৯ বৈশাখ ১৪৩২
#
বিনোদন বিনোদন

খালি গলায় গান গেয়ে সোশ্যাল মিড়িয়াতে তুমুল জনপ্রিয় এম এম আর মাহফুজ!(ভিডিও)

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২১ Jun ২৩, ১২:৩০ অপরাহ্ন
#
এম এম আর মাহফুজ । বর্তমানে সোশ্যাল মিড়িয়াতে বেশ জনপ্রিয় একজন গায়ক। কোন প্রকার বাদ্যযন্ত্র ছাড়াই শুধুই খালি গলায় গান গেয়ে সোশ্যাল মিড়িয়াতে রীতিমত ভাইরাল সিলেটের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী এম এম আর মাহফুজ। পড়াশোনার পাশাপাশি বাবার রাজমিস্ত্রির কাজে সহযোগিতার করেন তিনি। খুব স্বল্প সময়ে অসাধারণ কণ্ঠ দিয়ে কোটি কোটি শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন এ তরুণ গায়ক। এম এম আর মাহফুজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে কয়েক মিলিয়ন ভিউয়ার্সরা উপভোগ করছেন তার খালি গলা গাওয়া গানগুলো। তাছাড়া প্রতিনিয়ত লাইভ আড্ডা, গান দিয়ে মাতিয়ে রাখেন তার ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেল। ভিউয়ার্সরাও উপভোগ করছেন সমান তালে। ইতিমধ্যে তার গাওয়া সবচাইতে বেশি সাড়া পাওয়া উল্লেখিত গানগুলো হচ্ছে-প্রেমের সমাধি, সাথী তুমি আমার জীবনে, লাল শাড়ি পরিয়া কন্যা, যাবার আগে দোহাই লাগে, তুমি বন্ধু আমার চির সুখে থেকো, ওগো আমার সুন্দর মানুষ, কি ছিলো আমার, হিন্দি গানের হামারি আধুরি কাহানি সহ ৯০ দশকের বাংলা, হিন্দি, উর্দু, ইসলামিক গানের মতো এমন অসংখ্য জনপ্রিয় গান বর্তমানে ভাসছে ইউটিউবে । পুরানো গানের পাশাপাশি মৌলিক গানেও বেশ সাড়া ফেলেছে এম এম আর মাহফুজ। প্রকাশের অপেক্ষায় রয়েছে আরো বেশ কিছু মৌলিক গান। খুব শীঘ্রই আরো কিছু মৌলিক গান প্রকাশ পাবে ফেসবুক পেইজে ও ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্সদের এই অকৃত্রিম ভালোবাসায় ভালো ভালো কিছু গান উপহার দিয়ে যাবেন প্রতিনিয়ত। https://youtu.be/Oi94zy79GVA
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video