বুধবার, ২০২৫ এপ্রিল ৩০, ১৬ বৈশাখ ১৪৩২
#
বিনোদন বিনোদন

জাগো মিডিয়া'র ইউটিউবে প্রকাশ পাচ্ছে এমএমআর মাহফুজ'র প্রথম কাভার সং

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২০ নভেম্বর ০৭, ১১:৩৪ পূর্বাহ্ন
#
স্যোশাল মিডিয়াতে অনেক জনপ্রিয় এমএমআর মাহফুজ এর ১ম কাভার মিউজিক ভিডিও শীঘ্রই প্রকাশ পাচ্ছে জাগো মিডিয়া'র ইউটিউব চ্যানেল। এতোমধ্যে চট্টগ্রামের জনপ্রিয় সংগীত পরিচালক ফরিদ বঙ্গবাসী'র সংগীত পরিচালনায় মোনালিসা স্টুডিও গানটি রেকর্ড সম্পন্ন হয়েছে। এখন কাজ চলছে মিউজিক ভিডিও এর। জাগো মিডিয়ার ডিরেক্টর(মিডিয়া এবং ব্র্যান্ড) সৈকত প্রকৃতি জানান, জাগো মিডিয়া প্রত্যন্ত অঞ্চলে মেধাগুলো তুলে অানতে কাজ করছে। তারই ধারাবাহিকতায় এমএমঅার মাইফুজ কে দিয়ে ১ম কাভার সং শুরু করছি। গানটি রেকর্ড সম্পন্ন হয়েছে। এখন মিউজিক ভিডিও নির্মাণের কাজ চলছে। খুব শীঘ্রই জাগো মিডিয়া'র ইউটিউবে গানটি প্রকাশিত হবে। এম এম অার মাহফুজ বলেন, শুধু মাত্র গানকে ভালোবেসে অামি গান করি। অামি কখনো গান শিখিনি। অামাকে এমন একটা সুযোগ করে দেয়ার জন্য জাগো মিডিয়া'র প্রতিষ্ঠাতা এন এন খোকন ভাইকে অনেক ধন্যবাদ। একই সাথে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি ফরিদ বঙ্গবাসী স্যারের প্রতি। ওনি অামাকে অনেক কিছু শিখিয়েছেন। অামি অাশা করি সবাই গান টা অনেক ভালো লাগবে। জাগো মিডিয়া ইউটিউব লিংক : https://www.youtube.com/channel/UC_io_IfuSFCk3-3xgn8xvAw
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video