বেলপেপার রেস্টুরেন্ট নিবেদিত "প্রাণের গান'' অনুষ্ঠানে সকলকে স্বাগতম। চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনের প্রতিভাবান এবং নতুন শিল্পীদের নিয়ে টুয়েন্টিফোর টিভির নিয়মিত আয়োজন "প্রাণের গান''।
টুয়েন্টিফোর টিভির ইউটিউব চ্যানেলে প্রতি শুক্রবার ও মঙ্গলবার রাত ৮টায় প্রচারিত হচ্ছে গান গুলো।
প্রোগ্রামটির পরিকল্পনা করেছেন টুয়েন্টি ফোর টিভির সম্পাদক এন এ খোকন, প্রযোজনা করেছেন টুয়েন্টি ফোর টিভির চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির এবং প্রোগ্রাম ডিক্টেটর হিসেবে আছেন নির্মাতা, ইউটিউবার ও সাংবাদিক এস ডি জীবন।
"প্রাণের গান''এর ৩য় গান আসছে আজ শুক্রবার (২৭ আগস্ট) রাত ৮টায় । দেখতে চোখ রাখুন 24TV'র ইউটিউব চ্যানেলে।
Youtube channel link : YouTube.com/24tvofficial
মন্তব্য করুন