রবিবার, ২০২৪ সেপ্টেম্বর ২২, ৭ আশ্বিন ১৪৩১
#
বিনোদন বিনোদন

রন্টি'র সঙ্গে গাইলেন ওসি মেহেদি হাসান

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২০ অক্টোবর ০৩, ১২:৪০ অপরাহ্ন
#
চাকরি বাংলাদেশ পুলিশ বাহিনীতে। জীবন কঠিন নিয়মের বেড়াজালে বাঁধা। এত কিছুর ফাঁকেও গান করেন পুলিশের কাঁচপুর হাইওয়ে থানার ওসি কেএম মেহেদি হাসান। জানান পেশাগত দায়িত্বের পাশপাশি গান তার নেশা। পুলিশ বাহিনীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করে অর্জন করেছেন জাতিসংঘের শান্তিরক্ষী পদক। সোয়াট সদস্য হিসেবে আমেরিকা থেকে নিয়েছেন কমব্যাট ট্রেনিং। দায়িত্ব পালন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তারক্ষী হিসেবেও। এত কাজের ব্যস্ততার মধ্যেও নিয়মিত গানের চর্চা করেন মেহেদি হাসান। ২০১৮ সালে একটি রিয়েলিটি শোতে গান গেয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন মেহেদি। এবার ডুয়েট গান গাইলেন ক্লোজ আপ ওয়ান খ্যাত শিল্পী রন্টি দাশের সঙ্গে। কাঁচপুর হাইওয়ে থানার ওসি এবং সংগীতশিল্পী কে এম মেহেদি হাসান বলেন, গানের কথাগুলো খুবই চমৎকার। লিখেছেন এসআই খোকন, সুর করেছেন তিনি, কম্পজিশনও উনার। সাথে আছে ক্লোজআপ তারকা রন্টি দাস। অসাধারণ গেয়েছেন তিনি।' মগবাজারের তানপুরা স্টুডিওতে এস আই খোকনের কথা সুর ও সংগীতে রেকর্ড করা গানটির ব্যাপারে মেহেদি কথা বলেন ডিবিসি নিউজের সঙ্গে। তিনি আরো জানান, 'খুব কঠিন একটা বিষয় গানের জন্য সময় বের করা। তারপরও বলবো আমার ডিপার্টমেন্ট আমাকে যথেষ্ট সহযোগীতা করছে। কলিগরা আমাকে উইশ করছে। বাসায় ডখন ফিরি আধ ঘণ্টা হলেও রেওয়াজ করি, আর সকালে অফিসে যাওঢার আগেও একটু হলেও টাচে থাকি।' যার হৃদয়ে সুরের বসবাস যে আমৃত্যু সুরের টানেই বাধা থাকেন। প্রচলিত এই মতবাদের বাস্তব উদাহরণ মেহেদি হাসান তাই দায়িত্ব পালনের পাশাপাশি গানেই খুঁজে পান প্রশান্তির কাজ।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video