মঙ্গলবার, ২০২৫ মে ১৩, ৩০ বৈশাখ ১৪৩২
#
বিনোদন বিনোদন

৬ বছর গোপনেই প্রেম করেছেন মিম(ভিডিও)

বিনোদন প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ নভেম্বর ১১, ০৩:৩৩ অপরাহ্ন
#

জন্মদিনে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। বুধবার (১০ নভেম্বর) নিজের জন্মদিনে প্রেমিকের সঙ্গে আংটি বদল করেছেন তিনি।
এর আগে গোপনেই ছয় বছর প্রেম করেছেন এ অভিনেত্রী।  

বুধবার রাত ৯টায় সামাজিক মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে হবু বরের সঙ্গে ছবি শেয়ার করে আংটি বদলের ব্যাপারটি নিশ্চিত করেছেন মিম নিজেই।  

মিম স্ট্যাটাসে লেখেন, আজকের দিনটি বিশেষ একটি দিন। ৬ বছর আগে আমরা একসঙ্গে চলতে শুরু করি, আজ আরও একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। অবশেষে বাগদান সম্পন্ন হলো।

জানা যায়, মিমের হবু স্বামী সনি পোদ্দার একজন ব্যাংক কর্মকর্তা। তিনি জন্মগ্রহণ করেছেন কুমিল্লায়। মাধ্যমিক শেষ করেন কুমিল্লা জিলা স্কুল থেকে। ঢাকায় এসে সনি পোদ্দার পড়াশোনা করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে।  

সনি পোদ্দার বর্তমানে কর্মরত আছেন সিটি ব্যাংকে। এর আগে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ইস্টার্ন ব্যাংকে চাকরি করেছিলেন।

বুধবার ঢাকার ইন্টার কন্টিনেন্টাল হোটেলে মিম ও সনির বাগদান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর-কনের দুই পরিবারের সদস্যরা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video