শুক্রবার, ২০২৪ সেপ্টেম্বর ২০, ৫ আশ্বিন ১৪৩১
#
মহানগর মহানগর

অপ্রয়োজনে ঘর থেকে বাইরে না আসার অনুরোধ চট্টগ্রাম ডিসির

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ জুলাই ০১, ১২:২৮ অপরাহ্ন
#
অপ্রয়োজনে ঘর থেকে বাইরে না আসার অনুরোধ জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মমিনুর রহমান। বৃহস্পতিবার (১ জুলাই) সকালে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অনুরোধ জানান। জেলা প্রশাসক বলেন, চট্টগ্রামে করোনা সংক্রমণের হার ২৯ শতাংশ থেকে বেড়ে ৩২ শতাংশ হয়েছে। প্রজ্ঞাপনে উল্লিখিত জরুরি কাজগুলো ছাড়া অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানাচ্ছি। তিনি বলেন, নগরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ১০০ জন ভলান্টিয়ার কাজ করছেন। কাঁচাবাজার ছাড়া সব শপিংমল, বিপণী বিতান বন্ধ থাকবে। কাঁচাবাজারে যাতে স্বাস্থ্যবিধি মেনে চলা হয়, সেজন্য প্রতিটি বাজারের সামনে আনসার সদস্য ও ভলান্টিয়ার সদস্যরা দায়িত্ব পালন করবেন। মমিনুর রহমান বলেন, সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে টহল চলবে। যেহেতু শিল্পকারখানা চালু আছে, কেবলমাত্র শিল্প-কারখানায় চালাচলকারী যানবাহন ছাড়া সব যন্ত্রচালিত যানবাহন বন্ধ থাকবে।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video