কিছুতেই যেন কমছে না আকবরশাহ্ এলাকায় পাহাড় কাটা, কিছু দুষ্কৃতিকারীর এই পাহাড় কাটার ফলে একদিকে যেমন বাড়ছে মৃত্যুর ঘটনা অন্যদিকে বাড়ছে পাহাড় ধসে পড়ার আতঙ্ক।
শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর আকবরশাহ র বেলাতলী ধসে পড়ে পাহাড়। এতে এক ঘটনাস্থলে প্রাণ হারায় ১ জন, আহত হয় আরো চারজন।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান ১০জন শ্রমিক কাজ করার সময় উপর থেকে পাহাড় মাটি ধ্বংসে পড়ে, আমরা এলাকাবাসীর তাৎক্ষণিক উদ্ধার করার চেষ্টা করি।
এ সময় ফায়ার সার্ভিস এবং পুলিশ গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিস জানায়, কিছু শ্রমিক সেখানে কাজ করার সময় হঠাৎ পাহাড় ধসে পড়ে। এছাড়াও স্থানটি অতিরিক্ত ঝুঁকিপূর্ণ ছিলো, এবং পাহাড় কাটার ফলে এই ধস।
পরে সেখানে ছুটে যান চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে, পাহাড় কেটে রাস্তা তৈরি করার ফলে সেই স্থানটি অধিক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় এই পাহাড় ধ্বসের ঘটনা ঘটেছে বলে জানান চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোঃ ফখরুজ্জামান।
ঘটনার বিষয় পাহাড় ধ্বসের ঘটনায় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসানকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে যা পাঁচ কর্মদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
মন্তব্য করুন