বুধবার, ২০২৫ মে ১৪, ৩০ বৈশাখ ১৪৩২
#
মহানগর মহানগর

আনোয়ারায় কিশোরের মরদেহ উদ্ধার, এলাকায় বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ অক্টোবর ০৩, ০১:১৩ অপরাহ্ন
#

আনোয়ারায় আবদুল্লাহ আল মাসুম (১৮) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
 
শনিবার (২ অক্টোবর) গভীর রাতে উপজেলা সদরের ইছামতি এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে সকাল সাড়ে দশটার দিকে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী।  

স্থানীয়রা জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদর থেকে একজনের মোটরসাইকেলের পেছনে বসে ইছামতি এলাকার দিকে যান মাসুম। রাত ২টার দিকে ইছামতি এলাকায় গিয়ে পুলিশ  মাসুমের মরদেহ উদ্ধার করে।  

জানা গেছে, মাসুম আনোয়ারা ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মো. ইউছুপের ছেলে। নিহত মাসুমের গলা, কোমর ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের পিতা মো. ইউছুপ বলেন, আমি আমার ছেলে হত্যার বিচার চাই। আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে। আমি এ হত্যাকাণ্ডের সঠিক তদন্ত দাবি করছি। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।  

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম দিদারুল ইসলাম সিকদার বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video