দোকানে সাজানো আছে সারি সারি কসমেটিক্স পণ্য। কিন্তু এসব পণ্যের গায়ে নেই কোন উৎপাদনকারীর নাম, মূল্য, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং নেই বিএসটিআইয়ের অনুমোদনও। শুধু তাই নয় বিদেশ থেকে অবৈধ পথে শুল্ক ফাঁকি দিয়ে পণ্যগুলো আনা হয়েছে কাজী স্টোর নামের এই কসমেটিক দোকানটিতে।
বুধবার ১ ফেব্রুয়ারী বিকালে নগরীর রিয়াজুদ্দীন আমতল এলাকায় কাজী স্টোরে চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিএসটিআই যৌথ অভিযান পরিচালনা করেন। চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত অভিযানটির নেতৃত্ব দেন ।
এসময় কসমেটিক্স কাজী স্টোরকে ৮০,০০০ টাকা জরিমানা, বাশার ট্রেডিংকে ৩০,০০০ টাকা, ইমারত ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা এবং ৩টি দোকান থেকে প্রায় লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ করা হয়। যার মধ্যে ছিল শ্যাম্পু, সাবান, বেবী লোশন এবং প্রচুর শিশুখাদ্য রয়েছে।
এধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।
মন্তব্য করুন