সোমবার, ২০২৫ মে ১২, ২৯ বৈশাখ ১৪৩২
#
মহানগর মহানগর

কেঁওচিয়া সমিতি-চট্টগ্রাম এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ ডিসেম্বর ১২, ০৫:৩৩ অপরাহ্ন
#

চট্টগ্রামস্থ কেঁওচিয়া সমিতি-চট্টগ্রাম এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী,নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার 9১১ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর স্টেশনের রোডের হোটেল সৈকতে আয়েঅজিত অনুষ্ঠানে আলহাজ্ব নিজাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, চট্টগ্রাম শহরে বসবাসরত কেঁওচিয়াবাসীদের সংগঠন কেঁওচিয়া সমিতির বিগত সময়ের কাজগুলো আমাকে অনুপ্রাণিত করেছে। সবাই একহয়ে সমাজ থেকে দারিদ্রতা দুরীকরণ,বাল্যবিবাহ বন্ধ ও ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য যেভাবে সহায়তা করে যাচ্ছে তা সত্যিই প্রসংশার দাবীদার। ভবিষ্যতে ও কেঁঁওচিয়া সমিতির যেকোন মহৎ উদ্দ্যেগে পাশে থাকবেন বলেও জানান সাংসদ নজরুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এম.এ.মোতালেব সিআইপি।

এসময় আলহাজ্ব নিজাম উদ্দিনকে সভাপতি ও শেখ সালাউদ্দিন দিনারকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কার্যকরী কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব নজরুল ইসলাম এম.পি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video