নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ মার্চ ২৩, ০৩:১০ অপরাহ্ন
#
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার কাপ্তাই এলাকায় বৈদ্যুতিক সঞ্চালন লাইন থেকে সৃষ্ট আগুনে সাতটি দোকান পুড়ে গেছে।মঙ্গলবার (২৩ মার্চ) সকাল আনুমানিক ছয়টার দিকে ওই এলাকার সিডিএ গার্লস স্কুলের সামনের একটি মার্কেটে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহিদুল ইসলাম বলেন, সকাল ছয়টার দিকে কাপ্তাই রাস্তা মাথা এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে কালুরঘাট ফায়ার স্টেশন থেকে তিনটি গাড়ি ঘটনাস্থলে যায়। পরে তিন ঘণ্টার চেষ্টা শেষে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক লাইনের কোনো সমস্যা থেকে এ আগুনের সূত্রপাত। তবে বিষয়টি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে তদন্ত চলছে।
২৪ টিভি/এডি
মন্তব্য করুন