শুক্রবার, ২০২৪ সেপ্টেম্বর ২০, ৫ আশ্বিন ১৪৩১
#
মহানগর মহানগর

করোনায়

চট্টগ্রামে একদিনে শনাক্ত ১৪৬৬ জন, মৃত্যু ৯

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোরটিভি
প্রকাশিত : শুক্রবার, ২০২১ জুলাই ৩০, ১০:৪১ পূর্বাহ্ন
#
ফাইল ছবি।

চট্টগ্রামে প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও।

গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৪৬৬ জনের। মৃত্যুবরণ করেছেন ৯ জন।

শুক্রবার (৩০ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায়।

নতুন আক্রান্তদের মধ্যে মহানগর এলাকায় ১ হাজার ৮৫ জন এবং উপজেলায় ৩৮১ জন।

উপজেলায় সবচেয়ে বেশি সংক্রমণ রাউজান এবং বোয়ালখালীতে।

এদিন লোহাগাড়ায় ৫ জন, সাতকানিয়ায় ৩৮ জন, বাঁশখালীতে ১২ জন, আনোয়ারায় ৭ জন, চন্দনাইশে ২৬ জন, পটিয়ায় ৫ জন, বোয়ালখালীতে ৪৮ জন, রাঙ্গুনিয়ায় ৩৮ জন, রাউজানে ৬২ জন, ফটিকছড়িতে ৩৩ জন, হাটহাজারীতে ৪৫ জন, সীতাকুণ্ডে ২৬ জন, মিরসরাইয়ে ১৯ জন এবং সন্দ্বীপে ১৭ জন সহ মোট ৩৮১ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি টুয়েন্টিফোরটিভিকে বলেন, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ১০টি ল্যাব এবং অ্যান্টিজেন টেস্ট মিলিয়ে ৩ হাজার ৯২৩টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। মৃত্যুবরণকারী ৫ জন নগরের এবং ৪ জন উপজেলার বাসিন্দা।  

উল্লেখ্য, এ পর্যন্ত নগরে ৫৭৪ জন এবং উপজেলায় ৩৮৪ জন সহ মোট ৯৫৮ জনের মৃত্যু হয়েছে করোনায়। এছাড়া নগরে ৬০ হাজার ৯০৭ জন এবং উপজেলায় ২০ হাজার ৩১০ জন সহ মোট ৮১ হাজার ২১৭ জন করোনা আক্রান্ত হয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video