শুক্রবার, ২০২৪ সেপ্টেম্বর ২০, ৫ আশ্বিন ১৪৩১
#
মহানগর মহানগর

করোনা

চট্টগ্রামে একদিনে শনাক্ত ৮০১ জন, মৃত্যু ১১

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোরটিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ জুলাই ২৫, ১০:০৩ পূর্বাহ্ন
#
ফাইল ছবি।

চট্টগ্রামে গত ৩ দিন ঈদের ছুটিতে কম নমুনা পরীক্ষা হলেও গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষায় খানিকটা ছন্দ ফিরেছে। ফলে করোনা শনাক্তের সংখ্যাও এক লাফে ফিরে গেছে ৮০১ জনে। এর আগের দিন যেখানে ১ হাজার ৩০৪ নমুনা পরীক্ষায় ৩০১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছিলেন, সেখানে সর্বশেষ ২৪ ঘন্টায় ২ হাজার ৭৮ নমুনা পরীক্ষায় করোনা মিলেছে ৮০১ জনের নমুনায়।

মোট নমুনা পরীক্ষার বিপরীতে গত ২৪ ঘন্টায় পজিটিভ মিলেছে শতকরা ৩৮.৬৮ জনের নমুনায়। এই সময়ে করোনায় আক্রান্তদের মধ্যে মারা গেছেন মোট ১১ জন।

রোববার (২৫ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।

চট্টগ্রামে নতুন করে শনাক্ত ৮০১ জনের মধ্যে ৪৬৯ জন নগরের বাসিন্দা ও ৩৩২ জন বিভিন্ন উপজেলার। এর মধ্য দিয়ে জেলায় করোনা পজিটিভ শনাক্ত হওয়া মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৫ হাজার ৩৬৩ জনে। এদের মধ্যে ৫৬ হাজার ৯০৯ জন নগরের ও ১৮ হাজার ৪৫৪ জন উপজেলাগুলোর বাসিন্দা।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ১১ জন করোনা রোগীর ৪ জন নগরের ও বাকি ৭ জন উপজেলার। এখন পর্যন্ত সিভিল সার্জন কার্যালয়ের হিসেব অনুযায়ী ৮৮৫ জন করোনায় প্রাণ হারিয়েছেন। যাদের ৫৪৩ জন নগরের ও ৩৪২ জন বিভিন্ন উপজেলার।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video