বুধবার, ২০২৫ মে ১৪, ৩১ বৈশাখ ১৪৩২
#
মহানগর মহানগর

করোনা

চট্টগ্রামে নতুন আক্রান্ত ২৯২, মৃত্যু ৩

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২১ আগস্ট ২৫, ১১:১৪ পূর্বাহ্ন
#
প্রতীকী ছবি।

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২৯২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এছাড়া মৃত্যু হয়েছে ৩ জনের।

বুধবার (২৫ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, এদিন অ্যান্টিজেন টেস্ট সহ চট্টগ্রামে ১০টি ল্যাবে ১ হাজার ৬৬৮টি নমুনা পরীক্ষা করা হয়।  

এদিন করোনা আক্রান্তদের মধ্যে ১৪৩ জন চট্টগ্রাম মহানগর এলাকার এবং ১৪৯ জন বিভিন্ন উপজেলার।


এছাড়া মৃত্যুবরণকারী ১ জন মহানগরের এবং ২ জন বিভিন্ন উপজেলার।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, এ পর্যন্ত মোট ১ হাজার ১৯৬ জনের মৃত্যু হয়েছে।


করোনা আক্রান্তের সংখ্যা মোট ৯৭ হাজার ৯৬২ জন। গত ২৪ ঘন্টায় রাউজানে সবচেয়ে বেশি ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video