বুধবার, ২০২৫ মে ১৪, ৩১ বৈশাখ ১৪৩২
#
মহানগর মহানগর

করোনা

চট্টগ্রামে নতুন আক্রান্ত ৯৭ জন, মৃত্যু ২

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ সেপ্টেম্বর ১৪, ১২:১৫ অপরাহ্ন
#

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৩৫৪টি নমুনা পরীক্ষা করে ৯৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। যা করোনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৭ দশমিক ১৬ শতাংশ।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন এ তথ্য জানা যায়।

এদিন, করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১ জন উপজেলা এলাকার এবং ১ মহানগর এলাকার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট মৃত্যুবরণ করেছেন ১ হাজার ২৭৬ জন। এ ছাড়া নতুন শনাক্ত ৯৭ জনের মধ্যে ৫৯ জন মহানগর এলাকার এবং ৩৮ জন বিভিন্ন উপজেলা এলাকার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট শনাক্ত ১ লাখ ৯৬২ জন।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৫৪টি নমুনা পরীক্ষা করে ৯৭ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। সাধারণ মানুষের প্রতি অনুরোধ সবাই স্বাস্থ্যবিধি মেনে চলাচল করুন। 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video