বৃহস্পতিবার, ২০২৫ মে ১৫, ৩১ বৈশাখ ১৪৩২
#
মহানগর মহানগর

করোনা ভাইরাসে

চট্টগ্রামে নতুন শনাক্ত ১২৮৫ জন, মৃত্যু ১৬

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২১ আগস্ট ০৪, ১২:১৭ অপরাহ্ন
#
ফাইল ছবি

হাসপাতালগুলোতে শয্যা ও আইসিইউ বেডের জন্য হাহাকার। খালি নেই কোনো শয্যা।

সরকারি-বেসরকারি প্রায় সব হাসপাতালেই একই চিত্র। এরই মধ্যে প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা, বাড়ছে মৃত্যুও।  

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে মৃত্যুবরণ করেছে ১৬ জন। এর মধ্যে ১০ জন বিভিন্ন উপজেলায় এবং ৬ জন মহানগর এলাকায়। এখন পর্যন্ত চট্টগ্রামে ১ হাজার ১০ জনের মৃত্যু হয়েছে।  স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, টিকা গ্রহণ এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চললেই করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ সম্ভব।  

এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩ হাজার ৬৭৯টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ২৮৫ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩৪ দশমিক ৯২ শতাংশ।

এদিন নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে হাটহাজারী উপজেলায়, ৮০ জন। এছাড়া রাউজান উপজেলায় ৭৮ জন, সীতাকুণ্ড উপজেলায় ৫১ জন, রাঙ্গুনিয়া উপজেলায় ৫৩ জন এবং বোয়ালখালী উপজেলায় ৪২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।  

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, জেলার সবখানেই সংক্রমণ ছড়িয়ে পড়ছে। মহানগরের পাশাপাশি ১৪ উপজেলায় একই অবস্থা। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ২৮৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video