চট্টগ্রামের আগ্রাবাদে দেড় ঘণ্টার আগুনে একটি বস্তির অন্তত ৩০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (১১ ডিসেম্বর) ভোর চারটার দিকে আগ্রাবাদ কমার্স কলেজের পেছনের বস্তির একটি ঘরে আগুনের সূত্রপাত ঘটে। আগ্রাবাদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো বস্তিতে ছড়িয়ে পড়ে। পুড়ে যায় অন্যান্য ঘরগুলোও। প্রথমে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশন, পরবর্তীতে আরও ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে পুরোপুরি আগুন নেভাতে সক্ষম হয়।
পরিত্যক্ত একটি রেল লাইনের পাশে গড়ে ওঠা এ বস্তিতে একশ’র বেশি বসতঘর রয়েছে। ছিল অবৈধ বিদ্যুৎ সংযোগও। শর্ট সার্কিট কিংবা রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের। তবে আগুন সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে বস্তির পরিবারগুলো।
আগুনের ভয়াবহতা দেখে স্থানীয় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা দাবি করলেও ফায়ার সার্ভিস এর সত্যতা পায়নি বলে জানা গেছে।
মন্তব্য করুন