নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি প্রকাশিত : শনিবার, ২০২১ মার্চ ০৬, ১১:৫১ পূর্বাহ্ন
#
নগরের পাঁচলাইশ থানার মুরাদপুরে নির্মাণাধীন ড্রেনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভেকু মেশিনের হেলপার হাবিবুর রহমান জয় (১৬) মৃত্যুবরণ করেছে। নিহত হাবিবের বাড়ি নগরের টাইগারপাস এলাকার আমবাগানে।
বৃহস্পতিবার (৪ মার্চ) দিনগত রাত সাড়ে চারটার দিকে তার মৃত্যু হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, বিদ্যুৎস্পৃষ্টে হয়ে এক শ্রমিক নিহত হয়েছে এমন খবরে ভোরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মন্তব্য করুন