রবিবার, ২০২৪ সেপ্টেম্বর ২২, ৬ আশ্বিন ১৪৩১
#
মহানগর মহানগর

চট্টগ্রাম কারাগারে এবার হাজতি নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ মার্চ ০৬, ০৮:০১ অপরাহ্ন
#
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে রুবেল নামে এক হাজতি নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান বাদী হয়ে কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নিখোঁজ রুবেল ১৫ নম্বর কর্ণফুলী ভবনের ‘পানিশমেন্ট’ ওয়ার্ডে থাকতেন। শনিবার (৬ মার্চ) সকাল থেকে তার খোঁজ পাচ্ছে না কারা কর্তৃপক্ষ। সকালে নিয়মিত বন্দি গণনাকালে রুবেলকে না পেয়ে তারা থানায় জিডি করেন। জিডির বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নেজাম উদ্দিন বলেন, রুবেল নামে এক হাজতির খোঁজ না পেয়ে সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তার হদিস পাওয়া না গেলে মামলা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কারা কর্মকর্তা বলেন, বন্দি রুবেল কারাগার থেকে পালিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কারা অভ্যন্তরে লুকিয়ে থাকলে কিংবা কোনো অঘটন ঘটলে সেটা এতক্ষণ আমাদের নজরে আসত। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি সদরঘাট থানা এলাকায় কালাম নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে খুন করার অভিযোগে রুবেলকে আটক করে পুলিশ। কালাম হত্যাকাণ্ডে ফরহাদ হোসেন রুবেলই একমাত্র আসামি। আটকের পর রুবেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। তার বিরুদ্ধে সদরঘাট থানায় ২০১৮ সালে দুটি ও ডবলমুরিং থানায় ২০১৯ সালে একটি অস্ত্র মামলা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনার মাত্র একদিন আগে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রুপম কান্তি নাথ নামের এক হাজতির ওপর নির্যাতনের অভিযোগে তার পরিবার আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন। রুপম কান্তি নাথ বর্তমানে কারা কর্তৃপক্ষের হেফাজতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মামলায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেল সুপার, জেলার, জেলখানায় কর্তব্যরত সহকারী সার্জন ও সাতকানিয়ার মৌলভীর দোকান এলাকার রতন ভট্টাচার্য ও বেশ কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video