শনিবার, ২০২৫ মে ০৩, ১৯ বৈশাখ ১৪৩২
#
মহানগর মহানগর

নোংরা পরিবেশে খাবার তৈরি, মক্কা হোটেলকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২২ মার্চ ৩০, ০৭:৪৩ অপরাহ্ন
#

অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাবার তৈরি ও বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করায় চট্টগ্রাম নগরীর মোহরা এলাকার ফুলেল ফুড প্রোডাক্টস ও মুরাদপুর এলাকায় আল মক্কা হোটেলকে ৫ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩০ মার্চ) দুপুরে চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী। তিনি বলেন, অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে মিষ্টান্ন ও বেকারি পণ্য উৎপাদন করায় মোহরা এলাকায় ফুলেল ফুড প্রোডাক্টসকে ৩ লাখ টাকা এবং অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে খাবার তৈরি ও বাসি খাদ্যদ্রব্য বিক্রয় উদ্দেশ্যে সংরক্ষণ করায় মুরাদপুরে মক্কা হোটেল এন্ড রেস্টুরেন্টকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

অপর অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে নগরীর পাঠানটুলী চৌমুহনী ও হালিশহর রোডের ফুটপাত এবং রাস্তা দখল করে দোকানের মালামাল ও নির্মাণসামগ্রী স্তুপ করে চলাচলের প্রতিবন্ধকতার সৃষ্টির দায়ে ১৭ দোকানদারের বিরুদ্ধে মামলা দায়ের করে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video