বৃহস্পতিবার, ২০২৫ মে ০১, ১৭ বৈশাখ ১৪৩২
#
মহানগর মহানগর

পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২২ আগস্ট ৩১, ১১:২৩ পূর্বাহ্ন
#

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দুর্গম পাহাড়ে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। সেখানে অভিযান চালিয়ে ১০টি আগ্নেয়াস্ত্রসহ মূলকারিগর জাকির হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (৩১ আগস্ট) উপজেলার দুর্গম পাহাড় থেকে ওই অস্ত্র ও এর মূলকারিগরকে গ্রেফতার করা হয়। এ সময় ঘটনাস্থলে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাও জব্দ করা হয়েছে।

র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: পাহাড়ে অস্ত্রের কারখানার সন্ধান, অস্ত্র তৈরির সরঞ্জামসহ আটক ১

তিনি বলেন, বাঁশখালী উপজেলার দুর্গম পাহাড়ে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। এ সময় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম ও ১০ আগ্নেয়াস্ত্রসহ এর মূলকারিগর জাকির হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

এ ব্যাপারে পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান র‌্যাব-৭ এর ওই অধিনায়ক। 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video