বৃহস্পতিবার, ২০২৫ মে ০১, ১৮ বৈশাখ ১৪৩২
#
মহানগর মহানগর

বায়েজিদের লিংক রোডে কলেজছাত্রীকে পিষে মেরে পালালো বিএসআরএমের লরি

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২২ জুলাই ২৩, ০৪:৪২ অপরাহ্ন
#

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে বিএসআরএমের গাড়ির ধাক্কায় ১৯ বছরের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। বাবার সঙ্গে মোটরসাইকেলে করে কলেজ যাওয়ার পথে লরিটি ধাক্কা দিয়ে পালায়। চোখের সামনে মেয়ের মৃত্যু দেখে বেশ কয়েকবার সড়কে চলাচলরত গাড়ির নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টাও করেছেন ওই কলেজছাত্রীর বাবা।

শনিবার (২৩ জুলাই) বেলা ২টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, মোটরসাইকেলে করে মেয়েকে কলেজে পৌঁছে দিতে বায়েজিদ লিংক রোড ধরে যাচ্ছিলেন বাবা। পেছন থেকে দ্রুতগামী আসা বিএসআরএম কোম্পানির একটি লরি মোটরসাইকেলে ধাক্কা দিলে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে লরির চাকায়  পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন ওই কলেজছাত্রী।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমাদের টিম সেখানে গিয়েছে। তাদের বাড়ি ফৌজদারহাট এলাকায় বলে জানতে পেরেছি। নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত পরে বলা যাবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video