বেশি টিপের আশায় নির্দিষ্ট স্থানে ফেলছে না ময়লা, ঘটছে দূর্ঘটনা
নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২০ সেপ্টেম্বর ০৩, ০৪:১০ অপরাহ্ন
#
বায়েজিদ-ফৌজদার বাইপাস সড়কের ৩নং ব্রিজ ময়লার ট্রাক(চট্টমেট্টো-ট ১১৫৭৪৫) উল্টে আহত হয়েছে ২জন।
দুপুরে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শেরশাহ তারা গেইট থেকে ময়লা নিয়ে তাড়াতাড়ি করে বেশি টিপে আশায় নির্দিষ্ট স্থানের ময়লা না ফেলে বায়েজিদ-ফৌজদার সড়কের ৩নং ব্রিজ এর পাশে ময়লা ফেলতে গেলে গাড়ি উল্টে যায়। এসময় চালক হেলপার আহত হয়। লোকজন জড় হলে সুপারভাইজার ও হেলপার পালিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তি জানান, চালক হেলপাররা ময়লা নির্দিষ্ট স্থানে না ফেলে বেশি টিপ দেয়ার অাশায় বায়েজিদ-ফৌজদার হাট সড়কে বিভিন্নস্থানে ময়লা ফেলছে। এতে করে চলাচল ও পরিবেশ দূষিত হচ্ছে।
এবিষয়ে জানাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ শফিকুল মান্নান সিদ্দিকীর ফোনে যোগাযোগ করলে ওনার নাম্বারে সংযোগ পাওয়া যায়নি।
মন্তব্য করুন