মঙ্গলবার, ২০২৫ এপ্রিল ২৯, ১৬ বৈশাখ ১৪৩২
#
মহানগর মহানগর

ভ্যাট ও আয়কর প্রশাসনের হয়রানি বন্ধের দাবি স্বর্ণ ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২০ ডিসেম্বর ০৬, ০২:৪২ অপরাহ্ন
#
ভ্যাট ও আয়কর প্রশাসনের হয়রানি বন্ধ না হলে স্বর্ণের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন ‘বাংলাদেশ জুয়েলার্স সমিতি চট্টগ্রাম শাখা’। রোববার (৬ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এই হুঁশিয়ারি দেন। জুয়েলার্স সমিতি, চট্টগ্রামের সভাপতি মৃনাল কান্তি ধর সংবাদ সম্মেলনে বলেন, করোনার সময় বেশিরভাগ জুয়েলারি ব্যবসায়ী দোকান বন্ধ রেখেছে। কেউ ব্যবসা করতে পারেনি। কিন্তু ভ্যাট ও আয়কর প্রশাসন বিভিন্ন সময় ভ্যাটের জন্য ব্যবসায়ীদের হয়রানি করছে। কিন্তু নিয়ম হলো, কোনো ব্যবসায়ী ভ্যাট না দিলে তাকে দুইবার নোটিশ প্রদান করতে হবে। কিন্তু সেটি না করে তারা ব্যবসায়ীদের হয়রানি করছে। অবিলম্বে তা বন্ধ না হলে কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে। সংবাদ সম্মেলনে জুয়েলার্স সমিতি চট্টগ্রাম শাখার নেতারা উপস্থিত ছিলেন।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video