মঙ্গলবার, ২০২৫ এপ্রিল ২৯, ১৫ বৈশাখ ১৪৩২
#
মহানগর মহানগর

মদিনা একাডেমির বৃত্তিপ্রাপ্ত মেধাবীদের সংবর্ধনা

টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২৩ মার্চ ১৮, ০৪:৩৫ অপরাহ্ন
#

চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ১০নং উত্তর মাদার্শা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান মদিনা একাডেমির ২দিন ব্যাপি অনুষ্ঠান বার্ষিক পুরস্কার বিতরণী ও প্রাথমিক বৃত্তি পরিক্ষায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৭শ ছাত্রছাত্রী নিয়ে শিক্ষাক্রম চালিয়ে যাওয়া এই মদিনা একাডেমি এবারও শিক্ষাক্ষেত্রে সাফল্য অর্জন করে।

শুক্রবার (১৭ মার্চ) মদিনা একাডেমির মাঠে ওয়াজ মাহফিল দিয়ে অনুষ্টানের প্রথম দিবস শুরু হয়।

দেশ বরণ্য আলেম ওলামাদের অংশ গ্রহণ ও তাদের সুমধুর কন্ঠের বয়ানে নুরানী  মাদ্রাসার ইসলামী দ্বীনি শিক্ষার গুরুত্বরোপ নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানের ২য় দিনে মদিনা একাডেমির হেফ্জ বিভাগের শিক্ষার্থিদের ক্বিরাত প্রতিযোগীতার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

মদিনা একাডেমির সহকারী প্রধান শিক্ষক,মদিনা মসজিদের খতিব মৌলানা আব্দুর রহমানের অনুষ্টান পরিচালনার মাধ্যমে বার্ষিক পুরস্কার বিতরনী ও প্রাথমিক বৃত্তি পরিক্ষায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্টানে সভাপতিত্ব করেন মদিনা একাডেমি ও মদিনা মসজিদের সভাপতি,সমাজসেবক কাজি মো:মহসিন।

অনুষ্ঠানে পধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদার্শা সমিতি চট্টগ্রামের সভাপতি ও চট্টগ্রাম শপিং কমপ্লেক্সের ব্যবসায় সমিতির সাবেক সভাপতি শহিদুল আলম চৌ:। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কাষ্টমস ক্লিয়ারিং ও ফরওয়াডিং এজেন্ট কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, ইসলামি ব্যাংক বাংলাদেশ ও এজেন্ট ব্যাংকিং মাদারীপুল আউটলেট শাখার পরিচালক এস.এম মহিনউদ্দীন, স্যোশাল ইসলামি ব্যাংক লি:রহমানিয়া বাজার মাদারীপুল শাখার ম্যানেজার মো:গিয়াসউদ্দীন শরিফ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মৌলানা আব্দুল কাদের, মো:ওসমান, মৌলানা মুজিব, মৌলানা ওসমান এবং মদিনা একাডেমির শিক্ষকবৃন্দ।
এবৎসর মদিনা একাডেমী পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্ত ছাত্রছাত্রী আফরাহী রিদোয়ান রাহাত, আব্দুল্লাহ মাহিম( সাধারণ গ্রেড),ফারহানা ইয়াসমিন (সাধারণ গ্রেড), ও হেফজ  বিভাগের ক্বেরাত প্রতিযোগিতায় মাহমুদুল হাসান, ইসফাক, ইবারর হোসেন 

হামদও নাত পরিবেশনায় সিদরাতুল মুনতাহা রাবি,কাজী মুনতাহিনা,আনিসা তাবাসসুমকে সহ অন্যান্য ক্রীড়া প্রতিযোগীদের ক্রেষ্ট ও পুরস্কার প্রদান করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video