শুক্রবার, ২০২৪ সেপ্টেম্বর ২০, ৫ আশ্বিন ১৪৩১
#
মহানগর মহানগর

মরহুম আবদুল বাকী ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২১ Jun ৩০, ০৮:১৯ অপরাহ্ন
#
চট্টগ্রামের পাহাড়তলী ১২ নং সরাই পাড়া ওয়ার্ডে সড়কে প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে মরহুম আবদুল বাকী ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল পাহাড়তলী সরাই পাড়া সংলগ্ন সড়কের পাশে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্টাতা ও চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগের নেত্রী জেসমিন আকতার জেসি। এ সময় আরো উপস্থিত ছিলেন,রুজি আক্তার,সুমি আক্তার,নাসরিন আক্তার,মোঃ শফিউল্লাহ, মোঃ ইব্রাহিম, মোমেনা আক্তার,নিশাত প্রমুখ। ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনার নির্দেশনার ও সাবেক সিটি মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন এর আন্তরিক অনুপ্রেরণায় নগরীর পাহাড়তলীর বার কোয়ার্টারস্থ উন্মুক্ত স্থানে উদ্দ্যোগে বৃক্ষরোপন কর্মসুচি গ্রহন করি। তিনি আরো বলেন, মানুষ আর জীববৈচিত্র্যের সুরক্ষা নিশ্চিত করতে ঘরে বাইরে পতিত জায়গায় বেশি করে গাছ লাগাতে হবে। সেই এ ধরণের বৃক্ষ রোপণ কর্মসূচি চলমান রাখতে হবে। সরকারের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়ে এবং বিভিন্ন সংগঠন-সংস্থাগুলোকে বৃক্ষ রোপনের মতো মহৎ কাজে এগিয়ে আসতে হবে।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video