গত ৫আগষ্ট ২০২২ ইং যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৌষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সদস্য আবুল কালাম আজাদের উদ্যোগে এ উপলক্ষে নগরীর অক্সিজেন এলাকায় আলোচনা সভা ও দোআ মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চসিক কাউন্সিলর আলহাজ্ব শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সংগঠক সাহাবউদ্দীন সাবু, ৩নং পাঁচলাইশ ওয়ার্ড যুবলীগের যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব হাসানুল ইসলাম।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, মহানগর ছাত্রলীগের সদস্য নাজমুল হাসান, ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর মোঃ ইমতিয়াজ, ছাত্রসংসদের জিএস সৈয়দ ইবনে জামান ডায়মন্ড, এজিএস নোমান সাইফ, চট্টগ্রাম মহানগর হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক অমিত পালিত অংকুর, বায়েজীদ থানা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক মাহমুদুল হাসান চৌধুরী বাবু, ২নং জানালাবাদ ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি অয়ন আশরাফ, হালিশহর থানা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য ফারহান আসিফ।
সভা সঞ্চালনা করেন, ৩নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মোঃ আনোয়ার খান ও মাইনুদ্দীন রিদয়।
সভায় বক্তার বলেন, শহীদ শেখ কামাল ছিলেন মুক্তিযুদ্ধের অগ্র সেনানী। ছাত্র সমাজের মঙ্গলের জন্য তিনি ক্রীড়া কে বেছে নিয়েছিলেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য তার অবদান কে তরুন সমাজের কাছে তুলে ধরতে হবে। তার আত্মত্যাগের মহীমাকে বুকে ধারন করে জীবন গঠন করতে হবে ।
মন্তব্য করুন