শুক্রবার, ২০২৪ সেপ্টেম্বর ২০, ৫ আশ্বিন ১৪৩১
#
মহানগর মহানগর

মিরসরাইয়ে দালালসহ ভাসানচর পালানো ১০ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ মে ৩১, ০৩:০১ অপরাহ্ন
#
মিরসরাইয়ে তিন দালাল ও নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে আসা ১০ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। রবিবার (৩০ মে) মধ্যরাতে তাদের উপজেলার ইছাখালী এলাকা থেকে আটক করে জোরারগঞ্জ থানা পুলিশ। পুলিশ জানায়, ২৯ মে রাতে ভাসানচর থেকে তিন দালালের সাহায্যে একটি ইঞ্জিনচালিতে বোটে সাগর পাড়ি দিয়ে ১০ রোহিঙ্গা মিরসরাইয়ের ইছাখালী এসে অবস্থান নেয়। খবর পেয়ে পুলিশ তিন দালালসহ ওই ১০ রোহিঙ্গাকে আটক করে। এদের মধ্যে তিনজন রোহিঙ্গা শিশু রয়েছে। আটক তিন দালাল হলো— নোয়াখালীর সুবর্ণচরের বেলাল হোসেন (২৮), একই এলাকার মো. জুয়েল (২০) ও সন্দ্বীপ উপজেলার দিদারুল আলম (২১)। রোহিঙ্গারা হলো- নূরজাহান বেগম (২০), রেহানা আক্তার (১৯), আছিয়া বেগম (১৮), নূর খাইয়াছ (২৫), মিনারা বেগম (২০), মনিয়া বেগম (২০), কহিনা আক্তার (৩২), জিসান (১০), জান্নাতুল নাঈমা (৮) ও জেসমিন আক্তার (১২)। জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন চৌধুরী জানান, আটক তিন দালালের সাহায্যে ভাসানচর থেকে রোহিঙ্গারা পালিয়ে এসে ইছাখালী ইউপিতে অবস্থান নেয়। খবর পেয়ে সেখান থেকে তাদের আটক করা হয়। দালালদের বিরুদ্ধে মানব পাচার আইনে ও রোহিঙ্গাদের বৈদেশিক আইনে পৃথক দুইটি মামলা হয়েছে।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video