শুক্রবার, ২০২৪ সেপ্টেম্বর ২০, ৫ আশ্বিন ১৪৩১
#
মহানগর মহানগর

রোহিঙ্গাদের এনআইডি মামলার বাদীকে বদলি

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ Jun ২০, ০১:১৩ অপরাহ্ন
#
৫৫ হাজার ৩শ ১০ রোহিঙ্গাকে জাতীয় পরিচয়পত্র দেয়ার অভিযোগে ১৬ জুন নির্বাচন কমিশনের ৭ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুইটি মামলা করে দুদক। চট্টগ্রাম দুদকের উপ সহকারী পরিচালক শরীফ উদ্দিন মামলাগুলোর বাদী। এর আগে তিনি এক বছর ধরে এ বিষয়ে অনুসন্ধান করে আসছিলেন। মামলা দায়ের সাথে সাথে চট্টগ্রাম দুদক অফিস থেকে শরীফকে পটুয়খালী বদলি করা হয়। একই সঙ্গে বদলি হয়েছেন ওই অফিসের আরো ২০ জন। রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দেয়ার অভিযোগে করা মামলার বাদী দুদকের উপ সহকারী পরিচালক শরীফ উদ্দিনকে বদলি করায় উদ্বেগ জানিয়েছে টিআইবি। সংস্থাটি বলছে, এতে গুরুত্বপূর্ণ এ মামলা বিঘ্নিত হবে। আর দুর্নীতি দমন কমিশন বলছে, তাকে নিয়মিত বদলি করা হয়েছে। এ বিষয়ে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলছেন, রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দেয়ার বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর মামলা। এটা জাতীয় নিরাপত্তার জন্য হুমকিও। ঘটনার অনুসন্ধানকারী কর্মকর্তা মামলারা নাড়ি নক্ষত্র সবই জানেন। মামলা সম্পর্কে জেনে নতুন কর্মকর্তার আদালতে মুখোমুখি হওয়া দুরহ হবে। এদিকে দুদকের সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদার বলছেন, রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দেয়ার অনুসন্ধান ও মামলার সিদ্ধান্ত দুদকের। এই মামলার সাথে কর্মকর্তা বদলি হওয়ার কোনো সম্পর্ক নেই। এটা একটি নিয়োমিত বদলি। রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন এবং পাসপোর্ট দেয়ার মামলাগুলো দুদক গুরুত্ব দিয়ে দেখছে। প্রয়োজনে আসামিদের গ্রেপ্তার করা হতে পারে বলেও জানায় দুদক।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video