চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ১১ হোটেল মালিককে দুই লাখ পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (১৩ আগস্ট) দুপুর হতে বিকাল পর্যন্ত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ উল্যাহ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহজাহান।
জানা গেছে, লাইসেন্স না থাকায় অভিযানে ফোর সিজনসকে ৩০ হাজার, হালাল ডাইনকে ৩০ হাজার, ইনসাফ রেস্তোরাঁকে ২৫ হাজার, নবাবী কিচেনতে ২০ হাজার, বাঙালিয়ানাকে ১৫ হাজার, মোগল রেস্টুরেন্টকে ১৫ হাজার, ক্যাপে ফ্যান্টাসিকে ১৫ হাজার, কাজীর কড়াইকে ১৫ হাজার, হোটেল দি জামানকে ১৫ হাজার, মক্কা হোটেলকে ১৫ হাজার ও সালওয়া রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও শরীফ উল্যাহ বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১টি হোটেল ও রেস্তোরাঁর মালিককে লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করার অপরাধে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আইন অনুযায়ী লাইসেন্স গ্রহণের জন্য এক সপ্তাহের মধ্যে জেলা প্রশাসক বরাবর আবেদনের নির্দেশনা দেওয়া হয়। প্রতিটি হোটেল ও রেস্তোরাঁয় স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতেও নির্দেশনা দেওয়া হয়।’
জনসচেতনতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও শরীফ উল্যাহ।
মন্তব্য করুন