মঙ্গলবার, ২০২৫ মে ১৩, ২৯ বৈশাখ ১৪৩২
#
মহানগর মহানগর

লোহাগাড়ায় চলাচলের পথ বন্ধ করে ১৫ পরিবারকে অবরুদ্ধ

মো. এরশাদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত : শনিবার, ২০২১ ডিসেম্বর ১১, ১২:০৩ অপরাহ্ন
#

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দরবেশ হাট রোডের লতিফ বিল্ডিংয়ের সামনে দয়ানিমার পাড়া এলাকায় দীর্ঘদিনের চলাচলের পথ বন্ধ করে ১৫ পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে ১টি পরিবার। বর্তমানে ১৫ পরিবারের সদস্যদের চলাচল পথ বন্ধ। তাদের এই চলাচল পথ ফিরে পেতে সরকারের হস্তক্ষেপ কামনায় স্থানীয় সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ১৫ পরিবারের সদস্যরা।

শনিবার (১১ ডিসেম্বর সকালে উপজেলার একটি রেষ্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ভুক্তভোগী পরিবারের সদস্য মো. শাহাদাত হোসেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, তারা দীর্ঘ সময় ধরে এই ভোগান্তির শিকার হচ্ছে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন জায়গা থেকে তারা বিচার পেয়েছেন। কিন্তু প্রতিপক্ষরা এ বিচার না মেনে তাদের চলাচলের পথ খুলে দিচ্ছেনা। তাই মাননীয় সংসদ সদস্যসহ  প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন বীর মুক্তিযোদ্ধা রফিক দিদার, ভুক্তভোগী পরিবারের সদস্য মো. শাহাদাত হোসেন, ওসমান বিন সোয়াইব, কাইছার হামিদ,মো. আইয়ুব আলী,মোছাম্মৎ নাছিমা বেগম সহ আরো অনেকেই।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video