শুক্রবার, ২০২৪ সেপ্টেম্বর ২০, ৫ আশ্বিন ১৪৩১
#
মহানগর মহানগর

সাতকানিয়ায় ৩ দিন ব্যাপী পি বি এম প্রশিক্ষণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ Jun ১৩, ০৮:৫২ অপরাহ্ন
#
সেসিপের অর্থায়নে ও নায়েমের ব্যবস্থাপনা ৩ দিন ব্যাপী পারফরমেন্স বেজড ম্যানেজমেন্ট (পি বি এম) প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গত ১১ জুন শুরু হওয়া এ প্রশিক্ষণের আজ সমাপনী অনুষ্ঠানের ১ম পর্বে প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার এস এম জিয়াউল হায়দার হেনরী। সাতকানিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জালাল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত ২য় পর্বে সনদ বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিম শরীফের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় অন্যান্যের বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য শাহিদা আকতার জাহান, চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসের ডিস্টিক ট্রেনিং কো অর্ডিনেটর কাজী আব্দুল আজিজ, সহকারী পরিদর্শক মিথিলা দাশ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আশীষ বরণ দেব, সাতকানিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইলিয়াস, জনার কেওঁচিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব বিশ্বাস, ছদাহা কে ক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জামাল উদ্দীন ও শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম। উপস্হিত ছিলেন মাস্টার ট্রেইনার আকরাম হোসেন, মিথিলা দাশ ও কামরুন্নিছা খানম। প্রশিক্ষণে সাতকানিয়া উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৮০ জন শিক্ষক/ শিক্ষিকা প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন। প্রধান অতিথি তার বক্তৃতায় প্রশিক্ষণ শেষে অর্জিত অভিজ্ঞতা বিদ্যালয়ে কাজে লাগানোর জন্য অনুরোধ জানান।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video