বৃহস্পতিবার, ২০২৫ মে ১৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২
#
মহানগর মহানগর

হালিশহরে চাঁদাবাজ সন্ত্রাসী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২০ জুলাই ১৬, ১২:৫৪ অপরাহ্ন
#
নগরের হালিশহর থানাধীন সোনালী আবাসিক এলাকা থেকে রিয়াজুর রহমান জীবন নামে এক চাঁদাবাজ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে চাঁদাবাজির সময় তাকে হাতেনাতে গ্রেফতার করেন হালিশহর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম। গ্রেফতার রিয়াজুর রহমান জীবন ঝালকাঠি জেলার কাঠলিয়া থানার মরিচবুনিয়া এলাকার আবদুল খালেক হাওলাদারের ছেলে। তিনি হালিশহর এলাকার কর্ণফুলী আবাসিক এলাকায় বসবাস করেন বলে জানিয়েছে পুলিশ। রিয়াজুর রহমান জীবন একজন চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম  বলেন, হালিশহর থানাধীন সোনালী আবাসিক এলাকা থেকে রিয়াজুর রহমান জীবন নামের ওই চাঁদাবাজ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। রিয়াজুর রহমান জীবনের বিরুদ্ধে হালিশহর এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজির অভিযোগ ছিল। পুলিশ তাকে খুঁজছিল।  
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video