শনিবার, ২০২৪ সেপ্টেম্বর ২১, ৫ আশ্বিন ১৪৩১
#
মহানগর মহানগর

২ মাস ধরে পানিবন্দি চট্টগ্রামে ৩০ হাজার মানুষ

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ মে ১১, ১২:২৯ অপরাহ্ন
#
চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় দু'মাস ধরে পানিবন্দি অবস্থায় চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে ত্রিশ হাজার মানুষ। সেইসঙ্গে বেড়ে গেছে তীব্র মশার উৎপাত। বাঁধ দিয়ে জলাবদ্ধতা প্রকল্পের কাজ চলায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। সমন্বয়হীনভাবে কাজ করার কারণেই এই দুরবস্থা বলে দাবি স্থানীয় কাউন্সিলরের। দীর্ঘ দু'মাস নালার পানি চলাচল বন্ধ রয়েছে নগরীর চান্দগাঁও, চন্দ্রিমা, পুরাতন চান্দগাঁওসহ আশপাশ এলাকায়। এতে করে চরম দুর্ভোগে অন্তত ত্রিশ হাজার বাসিন্দা। সেইসঙ্গে বিভিন্ন সরকারি অফিসের নিচে পানি জমে থাকায় চলাচলে ভোগান্তির সীমা নেই কর্মচারীদের। জলাবদ্ধতা প্রকল্পের কাজের অংশ হিসেবে বাঁধ দিয়ে কাজ করায় দু'মাস ধরে এ অবস্থার সৃষ্টি হয়েছে। পানি চলাচলে বিকল্প পথ না রাখায় এলাকার ছোট বড় সব নালার পানি জমে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। জমে থাকা ময়লা পানি নিচু বাড়িঘরেও ঢুকে পড়েছে। পানি জমে থাকায় বেড়েছে মশার প্রকোপ। কয়েকজন জানান, বিকল্প পানি চলাচলের পথ না রাখায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। ময়লা পানি হওয়ায় দুর্ভোগ বাড়ছে। কাজ শুরু করার আগে দুই পক্ষের মধ্যে সমন্বয় না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চান্দগাঁও ওয়ার্ডের কাউন্সিলর এসরারুল হকের। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, এ দুর্ভোগ সাময়িক। আগামী জুনের মধ্যে এ সমস্যা সমাধান হবে।চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাড়ে পাঁচ হাজার কোটি টাকার জলাবদ্ধতা প্রকল্পের কাজ শুরু হয় ২০১৭ সালের জুলাইয়ে।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video