শুক্রবার, ২০২৪ সেপ্টেম্বর ২০, ৫ আশ্বিন ১৪৩১
#
মহানগর মহানগর

⁣পদুয়া ধলিবিলা-মিঠাখালি সংযোগ সড়কের বেহাল দশা(ভিডিও)

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ Jun ২২, ০২:৩৫ অপরাহ্ন
#
কাদামাটি এবং ছোট বড় গর্তে ভরা চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ধলিবিলা টু মিঠাখালি সংযোগ সড়ক। জন গুরুত্বপূর্ণ এ সড়কটি সড়ক নয়-যেন এখন মরণ ফাঁদ। ব্যস্ততম এ সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষের চলাচল। স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের চলাচলে জন্যেও আর কোন বিকল্প সড়ক নেই। স্বাধীনতার ৫০বছর পরেও শেষ হচ্ছে না এই এলাকার হাজারো মানুষের দুর্ভোগ। বর্ষা শুরু হলে সড়কটিতে কাদামাটির সাথে বড় বড় গর্ত সৃষ্টি হয়। ধলিবিলা, হাফেজার বর বাড়ী, হানিফার চর ও মিঠাকালি এলাকার অধিকাংশ মানুষ কৃষক হওয়ায় এ সড়ক দিয়ে শত শত কৃষক পদুয়া তেওয়ারী হাট, লোহাগাড়ার বটতলী ষ্টেশন এবং সাতকানিয়া উপজেলার অনেক হাটেবাজারে বিভিন্ন ফসলাদি বিক্রয় করতে নিয়ে যেতে হয়। সড়কের এমন বেহাল অবস্থায় তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন প্রতিনিয়ত। কোন রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার জন্যেও পোহাতে হচ্ছে দুর্ভোগ। স্থানীয়রা বলছেন, জন-প্রতিনিধিরা নির্বাচনের আগে বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পরে এ সড়কটির মেরামতে কেউ এগিয়ে আসেন না। বর্ষাকালে চলাফেরা করতে তাদের অনেক কষ্ট হয়। সড়কগুলো দীর্ঘদিন সংস্কার না হওয়ায় যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কাদামাটি এবং ছোট বড় গর্তে কারণে প্রতিনিয়ত বিপাকে পড়ছেন সিএনজি রিক্সা চালকরা । যেকোন সময় নষ্ট হচ্ছে যানবাহন। স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ আলমগীর জানান, কয়েকমাস আগে এই সড়কের কিছু অংশে সংস্কার করা হয়েছিল। বর্ষার কারণে সেখানে এখন বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়কটি পুনরায় দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এদিকে সড়ক সংস্কারের বিষয়ে জানাতে ৩নং পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন এর সাথে মুটোফোনে যোগাযোগ করলে রিং হলেও কল রিসিভ করেননি তিনি। পদুয়া ধলিবিলা টু মিঠাখালি সংযোগ সড়কের এমন বেহাল দশা থেকে মুক্তি পেতে দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী। https://youtu.be/LcReNUE0yKE
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video