চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। জাতীয় দিবস বা অন্য কোনো রাজনৈতিক কর্মসূচিতে কলেজ ক্যাম্পাসে সভা-সেমিনার ও মিছিল না করার নির্দেশনা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
শনিবার (১৪ আগস্ট) চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাহেনা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩ মার্চ একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে কলেজ ক্যাম্পাসে কোনো প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা যাবে না।
এ সিদ্ধান্তে চমেক ছাত্রলীগের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওই বিবৃতির ছবি ফেসবুকে পোস্ট করে এটিকে 'অভাবনীয় সিদ্ধান্ত' মন্তব্য করে এমন সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিও তুলছেন কেউ কেউ।
মন্তব্য করুন