শুক্রবার, ২০২৪ সেপ্টেম্বর ২০, ৪ আশ্বিন ১৪৩১
#
শিক্ষা শিক্ষা

মুক্তিযোদ্ধা আবু তাহের

‘বঙ্গবন্ধুর নির্দেশে অন্ধকার পথ মাড়িয়ে দেশ স্বাধীন করেছি’

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২২ মার্চ ৩১, ০৭:৪৪ অপরাহ্ন
#

এদেশের স্বাধীনতার লাল সূর্যকে চিনিয়ে আনতে ১৭ বছর বয়সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে যুদ্বের ময়দানে আমরা আমাদের তারুণ্য উৎসর্গ করেছিলাম। ৯ মাসের রক্তক্ষয়ী সংঘর্ষে আমরা আনোয়ারা থানা, চূ্রামণি রাজাকার ক্যাম্প, সাতকানিয়া থানা পাকিস্তান দখলদার মুক্ত করি।

সম্প্রীতি সাতকানিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মহান মুক্তিযুদ্ধের সূবর্ণজয়ন্তী, আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণে মুক্তিযোদ্ধা মোঃ আবু তাহের এই কথা বলেন।

সিনিয়র শিক্ষক জালাল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিম শরীফ, সাতকানিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল কান্তি পাল।

এসময় আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ও মোঃ হুমায়ুন কাদের।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তার বক্তব্যে ছাত্রীদের সঠিক ইতিহাস জানার আহবান জানান।

পরে ৭ই মার্চ ও ১৭ ই মার্চের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণ করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video