শুক্রবার, ২০২৪ সেপ্টেম্বর ২০, ৫ আশ্বিন ১৪৩১
#
আনোয়ারা আনোয়ারা

আনোয়ারায় লোকালয়ে বন্যহাতি, জনমনে আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ এপ্রিল ১৬, ১২:১৬ অপরাহ্ন
#

চট্টগ্রামের চন্দনাইশে একজনকে নিহত অপর একজনকে আহত করার পর খাবারের সন্ধানে দিনে-দুপুরে আনোয়ারা উপজেলার লোকালয়ে ঢুকে পড়েছে দুটি বন্যহাতি। এ সময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার হাইলধর, সদর ইউনিয়নের বিলপুর, বারখাইনের শিলাইগড়া ও হাজিগাঁও, বরুমচড়া, ,বটতলী ইউনিয়ন এলাকায় হাতি জোড়া ঘুরে বেড়ায়।

জানা গেছে, আনোয়ারার দেয়াং পাহাড়ে ৩টি বন্যহাতি আট বছর ধরে বসবাস করছে। এ হাতিগুলো মাঝেমধ্যে বাঁশখালী পাহাড়েও যাতায়াত করে।  ধারণা করা হচ্ছে ওই হাতি দুটিও এখন দেয়াং পাহাড়ে অবস্থান করছে।

হাইলধর এলাকার মোহাম্মদ এহাছান জানান, সকাল সাড়ে আটটার দিকে বরকল হয়ে আমাদের এলাকায় ঘুরাফেরা করতে দেখা গেছে দুইটি হাতিকে। হাতি দেখে দৌড়ে পালাতে গিয়ে একজন আহত হয়েছে।

আনোয়ারা সদর ইউনিয়নের বিলপুর ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ মোক্তার হোসেন বলেন, সকাল ৯ টার দিকে উপজেলার হাইলধর এলাকা হয়ে আমাদের বিলপুর গ্রামের কৃষি জমির মাঝ দিয়ে হাতি দুইটিকে দেখা গেছে। এসময় সাধারণ মানুষের বাড়ির রাস্তা দিয়ে চলাচল রত বাসিন্দারা আতংকিত হয়ে পড়ে।

পূর্ব বটতলী গ্রামের বাসিন্দা নুরুল আবছার বলেন, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দুটি হাতি পূর্ব বটতলী কাটা পাহাড় এলাকায় মানুষের বাড়িঘরে প্রবেশ করে। স্থানীয়রা নানা কৌশলে তাদের পাহাড়ের দিকে ফিরিয়ে দিতে সক্ষম হয়। হাতিগুলো ফসলের ক্ষতি করলেও মানুষ নিরাপদে ছিল।

বন বিভাগের বাঁশখালী রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন,  পাহাড়ে গাছ নিধন ও পাহাড় কাটার কারণে খাবারের সন্ধানে হাতিগুলো লোকালয়ে চলে এসেছে। বন বিভাগের লোকজন সেখানে অবস্থান করছে। বন্যহাতি দেখতে উৎসুক জনতা ভিড় করে। তবে বন বিভাগের পক্ষ থেকে নিরাপদে থাকতে বলা হয়েছে।

সন্ধ্যার পর মশাল জ্বালালে হাতিগুলো গভীর বনে চলে যাবে বলে মনে করেন তিনি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video