শুক্রবার, ২০২৪ সেপ্টেম্বর ২০, ৪ আশ্বিন ১৪৩১
#
কক্সবাজার কক্সবাজার

কক্সবাজার সমুদ্র সৈকতে বাবা-মায়ের সাথে ঘুরতে এসে হারিয়ে যায় ৩ শিশু। তাদের উদ্ধার করে স্বজনদের কাছে ফেরত দেন ট্যুরিস্ট পুলিশ।

কক্সবাজার সৈকতে ট্যুরিস্ট পুলিশের সহায়তায় হারিয়ে যাওয়া ৩ শিশুকে পরিবারের কাছে হস্তান্তর


প্রকাশিত : শনিবার, ২০২৪ মার্চ ০৯, ০৫:৪৫ অপরাহ্ন
#

কক্সবাজার সমুদ্র সৈকতে বাবা-মায়ের সাথে ঘুরতে এসে হারিয়ে যায় ৩ শিশু। তাদের উদ্ধার করে স্বজনদের কাছে ফেরত দেন ট্যুরিস্ট পুলিশ।

 শুক্রবার (৮ মার্চ) ছুটির দিনে সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে।

কক্সবাজার রিজিয়নের ট্যুরিস্ট পুলিশ গাজী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসেন চট্টগ্রামের কাপ্তাই রাস্তার মাথার আরিফ ও ফাহিমা দম্পতি। তাদের অজান্তে বার বছরের ছেলে তানজীদ হোসেন বায়েজীদ হাত থেকে ছুটে যায়। বাবা-মাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ে বায়েজীদ। তারা তাকে অনেক খোঁজা খুজি ও করেন।

বিষয়টি সৈকতে দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশের সদস্যদের আমলে আসে। তাকে উদ্ধার করে মোবাইল নাম্বার নিয়ে তার বাবা আরিফকে অবহিত করা হয়। খবর পেয়ে তিনি ছুটে এসেই প্রিয় সন্তানকে বুকে জড়িয়ে নেন। এতে হাসি ফুটে বায়েজীদের মুখেও।

ট্যুরিস্ট পুলিশ এমনভাবে হাসি ফুটিয়েছে শেরপুর জাংগীরা পাড়ার রিশান (৫) ও ঢাকা শেরে বাংলা নগরের মুনতাসির (৮) এর মুখে। তারাও বাবা-মা থেকে সৈকতে বিচ্যুত হয়ে যায়।

ট্যুরিস্ট পুলিশের সদস্যরা তাদের উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video