শুক্রবার, ২০২৪ সেপ্টেম্বর ২০, ৪ আশ্বিন ১৪৩১
#
ফটিকছড়ি ফটিকছড়ি

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ ফটিকছড়ি সরকারি কলেজ থেকে শ্রেষ্ঠ স্থান অর্জন করলো যারা

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি
প্রকাশিত : সোমবার, ২০২৪ মে ২০, ০১:৫০ অপরাহ্ন
#

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪  এ ফটিকছড়ি সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ  শ্রেষ্ঠ রোভার গ্রুপ,আইসিটি বিভাগের প্রভাষক মোঃ কুতুব উদ্দিন শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক,উদ্ভদ বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ রফিকুল ইসলাম শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক,রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক নাছির উদ্দিন মুহাম্মদ রহমত উল্লাহ্ শ্রেষ্ঠ রোভার শিক্ষক এবং বিবিএ সম্মান  ২য় বর্ষের ছাত্র আরিফ বিন সোলায়মান শ্রেষ্ঠ রোভার নির্বাচিত হয়েছেন।

এছাড়াও ফটিকছড়ি সরকারি কলেজের ১২জন ছাত্র-ছাত্রী ১৮ টি ইভেন্টে প্রথম স্থান অর্জন করেছে।

যারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে তাদের তালিকা নিম্নরুপ -

গ গ্রুপে -

  • মোহাম্মদ  (ক্বেরাত)
  • শ্রীপর্ণা দেবী ঐশী (বাংলা রচনা)
  • নুসরাত বিনতে হাসান (কবিতা আবৃত্তি)
  • শাহানা ইয়াসমিন ইভা (বিতর্ক)
  • তুলি রাণী নাথ (দেশাত্মবোধক গান)
  • রেশমি মহাজন (নজরুল এবং লোক সংগীত)
  • ঝুমা চক্রবর্তী (নৃত্য এবং তাৎক্ষণিক অভিনয়)

 

ঘ গ্রুপে -

  • সামিরা আক্তার (ক্বেরাত ও নাত)
  • আরিফ বিন সোলেমান (বাংলা রচনা)
  • নাদিয়া সুলতানা নোপা ( কবিতা আবৃত্তি ও বিতর্ক)
  • মো: নূর আলম (নির্ধারিত বক্তৃতা)
  • আঁখি মণি আচার্য্য (লোক সংগীত, রবীন্দ্র সংগীত ও নজরুল সংগীত)

প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করে।

তারা সবাই জেলা পর্যায়ের প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করেছে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাং মনিরুজ্জমান বিজয়ীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতের জন্য শুভ কামনা জানিয়েছেন।

 জেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষে,বিজয়ী কয়েকজন ছবিতে অনুপস্থিত।সাথে আছেন এন.এম.রহমত উল্লাহ্ স্যার।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video