শুক্রবার, ২০২৪ সেপ্টেম্বর ২০, ৪ আশ্বিন ১৪৩১
#
হাটহাজারী হাটহাজারী

হাটহাজারী-নাজিরহাট সড়কে ঝড়ল ২ প্রাণ, চালক আটক

নিজস্ব প্রতিবেদক, হাটহাজারী
প্রকাশিত : শনিবার, ২০২৪ মে ২৫, ০৪:১৭ অপরাহ্ন
#

চট্টগ্রাম-খাগড়াছড়ি নাজিরহাট আঞ্চলিক সড়কের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের মইগ্গেরহাট এলাকায় বেপরোয়া গতির বাসে কেড়ে নিলো সিএনজি অটোরিকশার দুই যাত্রীর প্রাণ।

শনিবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় বেপরোয়া গতির বাস চালককে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

নিহতরা হলেন, ফরহাদাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ড মোহচনা পাড়ার মালেক মেম্বার বাড়ির মৃত আলী হোসেনের পুত্র আব্দুল মোতালেব টুকু(৬৫) ও ধলই ইউনিয়নের ৯নং ওয়ার্ড মনিয়াপুকুর পাড় রহমতদিঘীর আমির মাঝি মিস্ত্রি বাড়ির মৃত শামসু মিয়ার পুত্র কুয়েত প্রবাসী আবছার (৫০)।

স্থানীয়রা জানান, কাটিরহাট গামী সিএনজি অটোরিকশাকে পিছন থেকে শহর মুখী বেপরোয়া গতির বাসের ধাক্কায় দুইজন সিএনজি অটোরিকশার যাত্রী মারা গেছেন। আরও ২জন আহত হয়েছেন। তাদের কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়েছে।

মোহচনা পাড়ার সালাউদ্দিন বাবপু জানান, বাসের ধাক্কায় মারা যাওয়া আবদুল মোতালেব টুকু আমার প্রতিবেশী। তিনি হাটহাজারী থেকে বাড়িতে আসার সময় দূর্ঘটনায় পড়ে মারা গেছেন।

নিহত আবছার এর ছোট ভাই সমকালকে জানান, আমার ভাইয়ের কোন ছেলে সন্তান নেই। আছেন ৫ মেয়ে। তারমধ্য ৪ মেয়ের বিয়ে দিয়েছেন কিন্তু ছোট মেয়ের বিয়ে হয়নি। আমার বড় ভাই শহরে গেছেন। সেখান থেকে আসার সময় দূর্ঘটনা তিনি মারা গেছেন।

নাজিরহাট হাইওয়ে পুলিশের সেকেন্ড অফিসার আনিছুর রহমান জানান, দূর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসছি। দুইজনের লাশ পড়ে আছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়েছে। বাস চালক ও দূর্ঘটনা কবলিত বাস সহ সিএনজি পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।

নাজিরহাট হাইওয়ে পুলিশের ওসি মফিজ উদ্দিন ভূঁইয়া জানান,দুপুর দেড়টার দিকে  দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসছি। তবে দুইজনের মারা গেছেন। লাশ উদ্ধার, গাড়ি চালক আটক সহ দুর্ঘটনা কবলে তো গাড়ি পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। তদন্ত করে পরবর্তী আইন অনুগত ব্যবস্থা গ্রহণ করা হবে‌।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই সিএনজি অটোরিকশার যাত্রী ঘটনাস্থলে মারা গেছেন। আহতদের কে হাসপাতালে আনা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video