বৃহস্পতিবার, ২০২৪ সেপ্টেম্বর ১৯, ৪ আশ্বিন ১৪৩১
#
রাঙ্গামাটি রাঙ্গামাটি

ইউএনও মিল্টন বিশ্বাসের হাতেই কারাগারে গেলেন ১৯জন, জরিমানাও গুনতে হয়েছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : রবিবার, ২০২৪ মে ১২, ০৩:৩৮ অপরাহ্ন
#

সাতকানিয়ার ইউএনও মিল্টন বিশ্বাসের হাতেই কারাগারে গেলেন ১৯জন জরিমানাও গুনছে প্রায় সাত-লক্ষ পঞ্চাশ হাজার টাকা।

মাত্র ১০মাসেই মাটি খেকো কিংবা বালু দস্যুদের কবল থেকে অগোছালো সাতকানিয়াকে গোছালো টাইপ করতে নরমে গরমে অনেক পথ পাড়ি দিতে হয়েছে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাসকে।

কোন কোন অভিযানে জনস্বার্থে কাউকে দিতে হয়েছে জেল, করতে হয়েছে জরিমানা,হতে হয়েছে কঠোর থেকে কঠোর।

এভাবে মাটি খেকো আর বালু খেকোদের দূর্বৃত্তায়ন থেকে  একাই টেনে নিয়ে যাচ্ছেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস।

তার সাতকানিয়া আগমনের ১০মাসেই ভূমিদস্যুদের কবল থেকে সাতকানিয়াকে রক্ষা করতে দিতে হয়েছে ৪৩টি মামলা এবং ১৯জনকে দিয়েছেন কারাদণ্ড।

আর মোবাইল কোর্টে পরিচালিত  বিভিন্ন মামলায় প্রায়  সাড়ে সাতলক্ষ টাকা করেছেন জরিমানা।

ইউএনও মিল্টন বিশ্বাসের আগমনের এই অল্পসময়ে মাটি খেকোরা অস্বস্তিবোধ করলেও স্বস্তির শ্বাস ফেলছে সাতকানিয়াবাসী।

এই বিষয়ে স্থানীয় সচেতন নাগরিকরা বলেন, ইউএনও মিল্টন বিশ্বাস সাতকানিয়ায় যোগদান করার পর থেকে একদম কমে গেছে মাটি খেকো ও বালু খেকোদোর দৌরাত্ম। তারা আরো বলেন,অল্পসময়ে তিনি ভেঙ্গেছে অতীতের সকল রেকর্ড, উপহার দিচ্ছেন সুন্দর উপজেলা।

তার বলিষ্ঠ নেতৃত্বে ইভটিজার থেকে শুরু করে মাদককারবারী ও মদ্যপগোষ্টীও রয়েছে আতংকে।

এদিকে কিছু বিচ্ছিন্ন চক্র আর গুটিকয়েক লোক মাটি কাটা আর  অবৈধ ভাবে বালু উত্তোলন করলেও তাদের তিনি করেছেন শক্ত হাতে দমন।

সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আঞ্জুমান আরা বলেন-হ্যাঁ ইউএনও মিল্টন বিশ্বাস এই উপজেলাকে বাঁচানোর জন্য রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন যখন কোথাও কোন অনিয়মের  খবর পান তিনি  তখনি ফোর্স নিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করেন।

এরকম ইউএনও আসলে আমাদের উপজেলার জন্য পারফেক্ট।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video