বৃহস্পতিবার, ২০২৪ সেপ্টেম্বর ১৯, ৪ আশ্বিন ১৪৩১
#
রাউজান রাউজান

রাউজানে ২০০বছরের পুরানো ইলিয়াস খা জামে মসজিদের পুনঃনির্মান কাজের ভিত্তি স্থাপন

নিজস্ব প্রতিবেদক, রাউজান
প্রকাশিত : শনিবার, ২০২৪ মে ১৮, ০২:২৯ অপরাহ্ন
#

রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডস্থ আদালত ভবন রোড সংলগ্ন শাহনগর ইলিয়াস খা জামে মসজিদ (প্রকাশ নগরমোড়া জামে মসজিদের) পুনঃনির্মান কাজের ভিত্তি স্থাপন করা হয়েছে।

মসজিদ টি প্রায় দুইশো বছরের পুরানো ঐতিহ্যবাহী মসজিদ। একসময় এই মসজিদে হুজুর কেবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ্ (র:) সহ অসংখ্য বুজুর্গগন নামাজ আদায় করেছিলেন। এটি দৃষ্টিনন্দন ও আধুনিক করতে পুনঃনির্মাণ কাজের ভিত্তি স্থাপন করা হয়।

১৭ই মে জুমাবার বাদে জুমা প্রধান অতিথি থেকে উক্ত কাজের ভিত্তি স্থাপন করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।

এসময় রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী মহোদয়ের নির্দেশনায় রাউজান পৌরসভার পক্ষ থেকে যেকোন ধরণের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন তিনি। শাহনগর ইলিয়াছ খা জামে মসজিদ উন্নয়ন কমিটির সভাপতি আলহাজ্ব ওসমান গনি চৌধুরীর সভাপতিত্বে এসময় অতিথি ছিলেন মসজিদ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী।

নাঈম উদ্দিন চৌধুরী, অর্থ সম্পাদক মোহাম্মদ শফি, সদস্য মোহাম্মদ বাবুল শরীফ, মোহাম্মদ শাহজাহান শরীফ, পৌরসভা কৃষকলীগের সভাপতি আলী আজগর চৌধুরী। এছাড়াও এসময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ আজিজুল হক শরীফ, আব্দুল ওয়াহেদ চৌধুরী, জে এম খালেদ, মোহাম্মদ জালাল উদ্দিন শরীফ, মোহাম্মদ মোসলেম উদ্দিন শরীফ, মোহাম্মদ মোশাররফ হোসেন চৌধুরী, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, এডভোকেট হামেদ হাসান চৌধুরী সহ উন্নয়ন কমিটির অন‍্যন‍্যা নেতৃবৃন্দ ও এলাকাবাসি।

ভিত্তি স্থাপন শেষে রাউজানের সাংসদ সহ সকলের জন্য দোয়া মোনাজাত পরিচালনা করেন মসজিদটির খতিব ও কদলপুর হামিদিয়া কামিল মাদ্রাসার অধ‍্যক্ষ হাফেজ মাওলানা আবু জাফর সিদ্দিকী।

উক্ত নির্মাণ কাজে যদি কেউ মুক্ত হস্তে আর্থিকসহ যেকোন ধরনের সহযোগিতা করতে চান তাহলে নিচে দেওয়া ব‍্যাংক একাউন্টে অথবা কতৃপক্ষের নাম্বারে যোগাযোগ করতে পারবেন।

(চলতি হিসাব নাম্বার- ৩৮০৭৯০১০০১১৫৯) পূবালী ব‍্যাংক লিমিটেড রাউজান চট্টগ্রাম।

সেক্রেটারি আব্দুল হান্নান চৌধুরী-০১৭১৫-৮৪৬৮৪৪

ক‍্যাশিয়ার মোহাম্মদ শফি- ০১৮১৭-৭০৯০০০

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video